যশোর ডিবি পুলিশের অভিযানে চুরি হওয়া মালামাল ও পিকআপ সহ ১ জন গ্রেফতার
মনা, নিজস্ব প্রতিনিধিঃ
ঘটনা ও গ্রেফতারের বিবরণ: যশোর জেলার পুলিশ সুপার জনাব জিয়া উদ্দিন আহম্মেদ মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ডিবি’র টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় : ইং ২৬/১০/২০২৪ তারিখ দিবাগত রাতে পুলিশ সুপার মহোদয়ের বাংলোর সামনে বিমান বন্দর সড়কের পাশে কসবা ওয়েল্ডিং নামক একটি ব্যবসা প্রতষ্ঠিানের তালা ভাঙ্গীয়া উক্ত প্রতিষ্ঠান হইতে ০৩ (তিন)টি ওয়েল্ডিং মেশিন, ০১ (এক) টি ওয়েল্ডিং মেশিনের বক্স টলি, ০১ (এক) টি রেল পাত, ০১ (এক)টি সেলাই রেন্স চুরি করে নিয়ে যায়। ঘটনার বিষয়ে ডিবি পুলিশের পুঃপরিঃ নিঃ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার কে অবহিত করলে তাহার নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এসআই(নিঃ)/ খাঁন মাইদুল ইসলাম রাজিব, এএসআই(নিঃ)/গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম অভিযান পরিচালনা করিয়া ইং-২৭/১০/২০২৪ তারিখ রাত্র ২১.৩০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর পশু হাসপাতাল মোড়স্থ পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ স্বপন শেখ(৩৪), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-জয়নব বেগম, সাং-রায়পাড়া (তুলাতলা, মোহাম্মদ আলী এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর কে একটি পিকআপ সহ গ্রেফতার করেন এবং সহযোগী আসামীরা পালিয়ে যায়। ধৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক উক্ত পিকআপ এর ব্যাকডালার মধ্যে হইতে চুরি হওয়া ০৩ (তিন)টি ওয়েল্ডিং মেশিন, ০১ (এক) টি ওয়েল্ডিং মেশিনের বক্স টলি, ০১ (এক) টি রেল পাত, ০১ (এক)টি সেলাই রেন্স এবং চুরির কাজে ব্যবহৃত ০১টি নীল রংয়ের মিনি পিকআপ উদ্ধার করেন। উদ্ধারকৃত আলামতের মোট মূল্য অনুমান ৮,৬৭,৫০০/-টাকা। ঘটনা সংক্রান্তে মোঃ জসিম উদ্দিন(৬৬) বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করিলে যশোর কোতয়ালী মডেল থাঃমাঃনং-৭২, তাং-২৮/১০/২৪ইং, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীর তথ্য:
১। মোঃ স্বপন শেখ(৩৪), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-জয়নব বেগম, সাং-রায়পাড়া (তুলাতলা, মোহাম্মদ আলী এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১) ০৩ (তিন)টি ওয়েল্ডিং মেশিন,
২) ০১ (এক) টি ওয়েল্ডিং মেশিনের বক্স টলি,
৩) ০১ (এক) টি রেল পাত,
৪) ০১ (এক)টি সেলাই রেন্স,
৫) চুরির কাজে ব্যবহৃত ০১টি নীল রংয়ের মিনি পিকআপ।