যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মধুখালী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন   |   সারাদেশ



সুজল খাঁন, মধুখালী প্রতিনিধিঃ


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মধুখালী উপজেলা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।


সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে মধুখালী উপজেলা গাজনা বাজার চত্বরে যুবদলের উদ্যোগে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।


বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক ( স্থগিত) শহিদুল ইসলাম বাবুল এর পৃষ্ঠপোষকতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।


মেডিকেল ক্যাম্পে মেডিসিন, মহিলা ও শিশু, নাক কান গলা সহ বেশ কয়েকজন চিকিৎসক রোগীদের চিকিৎসা প্রদান করেন।চিকিৎসা সেবার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।



মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের

সভাপতিত্বে এবং ছাত্রদল সরকারি আইনউদ্দিন কলেজ শাখার যুগ্ম আহবায়ক পারভেজ রহমান, সোহেল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, মধুখালী উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক যুবদল ও সাবেক ভি.পি আকসু জনাব মোঃ ইকবাল হোসেন ইকবাল,উপজেলা মৎস্য দলের সিনিয়র সহ- সভাপতি আলোম মোল্যা,উপজেলা যুবদলের সদস্য জনাব আসাদ সরদার, যুবনেতা শরিফুল ইসলাম, ইকবাল মিয়া, গাজনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক তাজ মোল্যা, ছাত্রনেতা আবদুল্লাহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সারাদেশ এর আরও খবর: