শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সাব ক্লাস্টার প্রশিক্ষণ।

 প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন   |   সারাদেশ



সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে রায়গঞ্জে চাহিদা ভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ চলছে।এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার নলকা ক্লাস্টারের এরান্দহ সপ্রাবি: ভেন্যুতে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,ঢাকা এর বাস্তবায়নে,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন,সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ও এরান্দহ সপ্রাবি'র অভিজ্ঞ শিক্ষক মিজানুর রহমান।আদর্শ প্রাথমিক বিদ্যালয় গঠন,আদর্শ প্রধান শিক্ষক,আদর্শ সহকারী শিক্ষকদের দায়িত্ব,কর্তব্যসহ প্রাথমিক শিক্ষার উন্নয়নে সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত চলে এ প্রশিক্ষণ।প্রশিক্ষণ চলাকালীন বিকেল পৌনে ৫ টার দিকে সুযোগ্য রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।তিনি প্রশিক্ষণরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের সাথে কুশল বিনিময় করেন।প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামুলক মুলবান বক্তব্যসহ স্ব স্ব বিদ্যালয়ে গিয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর অনুরোধ জানান।

সারাদেশ এর আরও খবর: