কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধিঃ
তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের আয়োজনে "এসো দেশ বদলাই পৃথিবী বদলাই"চেতনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)এর উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গত ৭ ডিসেম্বর সাহেব রামপুর কবি নজরুল কলেজ মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ। সেই সাথে উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা অংশগ্রহণে মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। পরে আজ বুধবার কালকিনি পৌরসভা বনাম লক্ষিপুর ইউনিয়নের মাঝে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দানামে।
ফাইনালে ম্যাচে লক্ষিপুর ইউনিয়নকে ০-১ গোলে পরাজিত করে কালকিনি পৌরসভা চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জুয়েল রানার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কালকিনি পৌরসভার সিফাত হেসেন, টুর্নামেন্ট সেরা হন কয়ারিয়া ইউনিয়নের মিডফিল্ডার আরমান হোসেন অভি,সেরা গোলকিপার নির্বাচিত হন পৌরসভার রিসাত শরিফ, এবং সর্বচ্চো গোলদাতা হন বিজয়ীদলের অধিনায়ক জুয়েল রানা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মসিউর রহমান রুলিন, ম্যাচ পরিচালনার দ্বায়িত্ব ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন, একাডেমির ক্রিয়া শিক্ষক জাহিদ হোসেন, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক রেজা কিবরিয়া ও সাবেক খেলোয়ার মোঃ সজল।