ঠাকুরগাঁয়ের আদালত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁয়ে দুপুরে আদালত চলাকালীন এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলার ছাদের একটি কোনায় আগুন জ্বলতে থাকে। এ সময় হালকা বাতাস থাকার কারণে আগুন দ্রুতগতিতে ছাদের ওপরে থাকা ময়লা-আবর্জনায় ছড়িয়ে পড়ে। ছাদটির বেশিরভাগ অংশে ময়লা আবর্জনা ও ঘাস শুকিয়ে থাকায় আগুন জ্বলতে থাকে। এ সময় আদালতের দায়িত্বরতরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আদালতে গিয়ে দেখা গেছে, ছাদের বেশিরভাগ অংশে ময়লা-আবর্জনা পুড়ে ছাই হয়ে গেছে। পাশেই সিগারেটের প্যাকেটের স্তূপ পড়ে আছে। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, অসাবধানতার কারণে অন্যান্য ভবনেও আগুন লেগে যাওয়ার শঙ্কা ছিল। সেই ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়লে গুরুত্বপূর্ণ নথি ও মামলার সকল কাগজপত্র পুড়ে ছাই হয়ে যেত। তাই কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার আহ্বান তাদের
এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক জানান, অসাবধানতার কারণেই এই আগুনের সূত্রপাত। ছাদের ওপরে সিগারেটের প্যাকেটের স্তূপ দেখা গেছে। হয়তো নিয়মিত সেখানে ধূমপান করা হয়। বর্তমান সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটছে। তাই সকলে সচেতন হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব।
অগ্নিকাণ্ডের বিষয়ে জেলা দায়রা ও জজ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কথা বলতে রাজি না হলেও কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হবে বলে জানান।