রাস্তায় যোহরের নামাজ আদায় করে আন্দোলনরত শিক্ষার্থী।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ
অবৈধ ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশন কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় সড়কেই যোহরের নামাজ আদায় করেন অনেকে শিক্ষার্থী।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকে শহরের দূরামারি এলাকায় ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচী পালন করেন। এ সময় তারা ঠাকুরগাঁও -বালিয়াডাঙ্গী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
তখন ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী রুটে চলাচল করা বাস-ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা আটকা পড়ে। এ ঘটনায় শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। দুপুর ১টায় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারনি।
ঠাকুরগাঁও পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, তাদের প্রতিষ্ঠানসহ দেশের সব জেলার পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি দিয়ে সম্প্রতি হাইকোর্ট রায় দিয়েছেন তা বাতিল করতে হবে। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের ২০২১ সালে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। এ নিয়োগ বাতিলের দাবিতে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এর আগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। মানববন্ধন কর্মসূচি পালন করেছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আবারও আন্দোলনে নেমেছি।