ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত।

মনা যশোর প্রতিনিধিঃ
অদ্য ০৮/০৪/২০২৫খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট
(এলআইএলজি) ঢাকা এর আয়োজনে মনিরামপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।
অনুষ্ঠানে জুমের মাধ্যমে সংযুক্ত ছিলেন প্রধান অতিথি জনাব মোঃ আব্দুল কাইয়ূম, মাননীয় মহাপরিচালক (গ্রেড-১), এনআইএলজি, ঢাকা মহোদয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম মহোদয়।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, গ্রাম পুলিশ একটি প্রাচীন বাহিনী। এই বাহিনীর প্রতিটি সদস্য সমাজের গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করে থাকেন, তাদের অবদান অনস্বীকার্য।
পরিশেষে তিনি কোর্সের সকল নিয়ম-কানুন মেনে কোর্স সম্পন্ন করতে সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিগণ।