ঠাকুরগাঁওয়ে হরিপুর, ১৪৪ ধারা জারি ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন।

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন   |   সারাদেশ




ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টুঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত মৌজায় আজ শুক্রবার সকাল থেকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষ আগুন জ্বালিয়ে সহিংসতার আশ্রয় নেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পরপরই এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।


ঘটনার প্রেক্ষিতে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। আদেশে বলা হয়েছে, দুই পক্ষ বর্তমানে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। জনসাধারণের জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গেদুড়া ইউনিয়নের কিসমত মৌজা ও আটঘরিয়া বাজার এলাকায় এই আদেশ কার্যকর থাকবে।


১৪৪ ধারার আওতায় এলাকায় সকল প্রকার অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরা, মাইক বা শব্দযন্ত্রের ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে জড়ো হওয়া, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।


এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যেই এলাকায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।


এলাকার সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে সহযোগিতা করতে বলা হয়েছে এবং গুজব বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতির সার্বক্ষণিক নজরদারির জন্য একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।


এই ঘটনাকে কেন্দ্র করে পুরো হরিপুর উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে, তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সারাদেশ এর আরও খবর: