বদরগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীর অভিভাবকের মোটরসাইকেল চুরি।

বদরগঞ্জ প্রতিনিধি
হাবিবুর বকশি
রংপুরের বদরগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্রে এক শিক্ষার্থীর অভিভাবকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে,
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বদরগঞ্জ পৌরসভার একটি পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অভিভাবক তার সন্তানকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কেন্দ্রে নিয়ে যান। পরীক্ষা চলাকালীন সময় তিনি কেন্দ্রে বাইরের সড়কে মোটরসাইকেলটি পার্ক করে রাখেন।
কিন্তু পরীক্ষা শেষে বাইরে এসে দেখতে পান তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। পরে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেন, কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এছাড়াও পরীক্ষার সময় কেন্দ্রে সিসি ক্যামেরা ও নিরাপত্তাকর্মী থাকার কথা থাকলেও বাস্তবে তা চোখে পড়েনি।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন চুরির ঘটনায় অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।