শাহজাদপুরে এসি ল্যান্ডের নাম করে প্রতারক চক্রের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ! ।

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সহকারি কমিশনার (ভূমি) এর নাম করে বিভিন্ন মিষ্টির দোকান থেকে (চাঁদা) টাকা উত্তোলন করে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে।আজ বুধবার দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগর ডালা বাজার, রতনকান্দি বাজার এবং ডায়া বাজারের অন্তত ১৫টি দোকান থেকে টাকা উত্তোলন করে তা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
হাবিবুল্লাহ নগর ইউনিয়নের উদ্যোক্তা সোহেল রানা, দফাদার সুকুমার, মিষ্টির দোকানদার গৌতমসহ ভুক্তভোগীরা জানান, বুধবার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের উদ্যোক্তা মোঃ সোহেল রানার কাছে (০১৮৬০ ৪৯১৮৩৩) নাম্বার থেকে ফোন দিয়ে এসি (ল্যান্ড) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের দফাদার সুকুমারের সাথে কথা বলতে চান। পরে সুকুমারকে মোবাইল ফোনের মাধ্যমে বলা হয় ইউনিয়নের বিভিন্ন মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। যেসমস্ত দোকান থেকে টাকা দিবে তাদের দোকানে ভ্রাম্যমান হবে না। সেই অনুযায়ী দফাদার সুকুমার নগরডালা বাজারের মিষ্টির দোকানদার সুভদ্র ও কৃষ্ণচন্দ্র রায়কে সাথে করে নগর ডলা বাজারের গৌতম দাস, গোপেন, সন্তোস মোদক এবং ময়না দত্তের মিষ্টির দোকান থেকে ১০ হাজার টাকা উতোলন করা হয়। একইভাবে রতনকান্দি বাজার থেকে সাদ্দাম, আরিফ, জয়নাল ও লিটনের দোকান থেকে ১০হাজার ৩শত এবং ডায়া বাজার থেকে ৮হাজার ৩শত টাকা উত্তোলন করে (০১৬২২৮৬৯৯৮৩) এই নাম্বারে টাকা পাঠিয়ে দেয়। টাকা পাঠানোর পর নাম্বার বন্ধ হয়ে গেলে সন্দেহ হলে ভুক্তভোগীরা শাহজাদপুর উপজেলা ভূমি অফিসে আসে। সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান বিস্তারিত শুনে এটা প্রতারক চক্রের কাজ বলে ভুক্তভোগীদের থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান বলেন, একটি প্রতারক চক্র সহজ সরল দোকানদারদের কাছে এসিল্যান্ড পরিচয় ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীদের শাহজাদপুর থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।