বদরগঞ্জে নেমেছে শ্রাবণের স্নিগ্ধতা: বৃষ্টি জাগায় প্রকৃতির রহস্য ও মানুষের মনের অনুভূতি।

বদরগঞ্জ প্রতিনিধি
হাবিবুর বকশী
রংপুরে বদরগঞ্জে আজ সকাল থেকেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। আকাশজুড়ে ঘন মেঘ, বাতাসে ভেসে বেড়াচ্ছে কাদা-মাটির ঘ্রাণ আর বৃক্ষরাজির সতেজ গন্ধ। প্রকৃতির এই রূপ যেন এক অপূর্ব রহস্যের বার্তা নিয়ে এসেছে।
আল্লাহর পক্ষ থেকে এ এক অশেষ নেয়ামত—খরার পরে স্বস্তির পরশ, শস্যের জন্য আশীর্বাদ। কৃষকরা খুশি, গৃহবন্দী মানুষ পেয়েছে এক টুকরো প্রশান্তি। শহরের কোলাহল যেন থেমে গিয়ে প্রশান্তির সুরে মেতে উঠেছে।
বৃষ্টির দিনে বদরগঞ্জের দৃশ্য যেন এক নতুন রূপ ধারণ করে। কেউ ভালোবাসে এই দিনে নির্জনতাকে, কেউ খোঁজে আত্মার শান্তি। আবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন তাঁদের অনুভূতি—এক কাপ চা, বৃষ্টির শব্দ আর কিছু মেঠো স্মৃতি।
এ বিষয়ে বদরগঞ্জ মহিলা কলেজের ছাত্রী মোহনা বলেন, “বৃষ্টির দিনটা আমার অনেক প্রিয়। এই সময়টায় মনটা কেমন যেন ভাবুক হয়ে যায়। পড়ার টেবিলে বসেও প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। মনে হয়, সব কষ্ট ধুয়ে যাচ্ছে এই বৃষ্টির সঙ্গে।”
এই বৃষ্টির দিনে বদরগঞ্জ যেন হয়ে উঠেছে প্রকৃতির এক খোলা ডায়েরি, যেখানে প্রতিটি ফোঁটা গল্প বলে, প্রতিটি শব্দ জাগায় অনুভূতি।