শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫(পঁচাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মনা যশোর প্রতিনিধিঃ
শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/মোঃ সোহানুর রহমান, এএসআই(নিঃ)/শেখ মোজাফফর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আজ ১৯জুলাই রাত ১৯.২০ ঘটিকায় অত্র থানাধীন বুরুজবাগান এলাকা হতে ৭৫(পঁচাত্তর) পিচ ইয়াবা সহ মোঃ আশরাফুজ্জামান@ মিন্টু(৪৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে। সে চৌগাছা থানাধীন জাহাঙ্গীরপুর এলাকার মোঃ আব্দুল খালেকের ছেলে।
এ সংক্রান্তে শার্শা থানার মামলা নং-১২, তাং-১৯/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে।