চট্টগ্রাম সিএমপি’র বন্দর থানার অভিযানে জিআর সাজা , জিআর এবং সিআর মামলার পরোয়ানামূলে ৯ জন আসামী আটক।

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

অফিসার ইনচার্জ বন্দর থানার নেতৃত্বে-বন্দর থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে অদ্য ০৮/০৯/২০২৫ ইং তারিখে বন্দর থানা এলাকা হতে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী ১। মিজানুর রহমান বাবুল(৪৫), জিআর পরেয়ানাভুক্ত আসামী ২। নজরুল ইসলাম(৩৩),  সিআর পরোয়ানাভুক্ত আসামী ৩। মোহাম্মদ জাফর ইকবাল, ৪। মোঃ আব্দুর রহিম, ৫। মোঃ মামুনুর রশিদ, ৬। ইমদাদ ইকবাল,  ৭। মোঃ রাশেদ, ৮। মোঃ নাজিম উদ্দিন,  ৯। লায়লা বেগম’দের

কে গ্রেফতার করা হয়। বর্ণিত আসামীদেরকে যথাক্রমে ১। জিআর-৮৪০/২১, বন্দর-১১(১২)২১, ২। বিঃট্রাঃ-৪৩

/১৬, পাহাড়তলী-৮(৪)১৫, ৩। সিআর-২৪৫/২৫(বন্দর), ৪। মিছ মামলা নং-৪৪৫/২৫(বন্দর), ৫।সিআর-৩৪২

/২৫ (ডবলমুরিং), ৬। সিআর-১৪৫/২৫(বন্দর), ৭। সিআর-২৩৫/২৫(বন্দর), ৮। সিআর-১৩৫/২৪

(চকবাজার), ৯। সিআর-২৪৫/২৫(বন্দর) মূলে বিজ্ঞ আদলতে সোপর্দ করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: