জাতীয়তাবাদী মহিলাদলের বেনাপোল পৌর এলাকার বিশাল কর্মী সমাবেশ ও আলোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত।

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২৫, ১০:১৫ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ যশোর প্রতিনিধিঃ 

বেনাপোলে জাতীয়তাবাদী মহিলাদলের বিশাল কর্মীসমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কর্মীদের মধ্যে সাংগঠনিক গতি বৃদ্ধি, দলীয় ঐক্য এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে এই কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শুক্রবার(১ আগষ্ট) বিকাল ৩টায় বেনাপোল পৌর এলাকার ঐতিহ্যবাহী বিয়েবাড়ী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেলোয়ার হোসেন খোকন(সাধারণ সম্পাদক, যশোর জেলা বিএনপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা মহিলা দলের সভাপতি- রাশিদা রহমান।


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-


শহিদুল বারী রবু(সাংগঠনিক সম্পাদক,যশোর জেলা বিএনপি),যশোর জেলার মহিলাদলের


শামসুন্নাহার পান্না(যুগ্ম সাধারণ সম্পাদক),নাহিদা আক্তার(সাংগঠনিক সম্পাদক),রাফাত আরা জলি(যুগ্ম সম্পাদক),আনোয়ারা পারভীন আমু(সহ-সংগঠনিক সম্পাদক),এ্যাডভোকেট মৌলুদা পারভীন(দপ্তর সম্পাদক),আনোয়ারা পারভিন(সহ-সাংগঠনিক সম্পাদক)।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক- দেলোয়ার হোসেন খোকন বলেন, “নারী অধিকার ও গণতন্ত্র—এই দুইটি বিষয়ের প্রতি বিএনপি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। বিএনপি ক্ষমতায় এলে নারীরা হবে সম্মানিত ও নিরাপদ। মহিলা দলের ভূমিকা শুধু রাজনীতির মাঠে নয়, সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার প্রতিষ্ঠায় কার্যকর হতে হবে। কর্মী সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ্য করতে পেরে তিনি উপস্থিত মহিলাদলের সকল সদস্যকে ধন্যবাদ জানান।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন-মো.নাজিম উদ্দিন(সভাপতি,বেনাপোল পৌর বিএনপি), মো.আতিকুজ্জামান সনি(সহ:সভাপতি,বেনাপোল পৌর বিএনপি).আবু তাহের ভারত(সাধারণ সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি),মাসুদুর রহমান মিলন(সহ: সভাপতি,বেনাপোল পৌর বিএনপি),শাহাবুদ্দিন

(সহঃসভাপতি),ইদ্রিস মালেক(সহঃসভাপতি,পৌর বিএনপি),মো.মেহেরুল্লাহ(যুগ্ম-সাধারণ সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি).


রোকসানা পারভিন রোপা(পরিবার বিষয়ক সম্পাদক,বেনাপোল পৌর শাখা),মো. আব্দুল আহাদ(সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর বিএনপি),মো.আক্তারুজ্জামান আক্তার(সাংগঠনিক সম্পাদক-২),মফিজুর রহমান বাবু(আহবায়ক,বেনাপোল পৌর যুবদল),রায়হানুজ্জামান দিপু(সদস্য সচিব,বেনাপোল পৌরযুবদল),মো.শহিদুল ইসলাম শহীদ(আহবায়ক,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকদল),


মো. ওমর ফারুক(সদস্য সচিব,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকদল),মো.জাহাঙ্গীর হোসেন(যুগ্ম-আহবায়ক,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকদল).


মো.আরিফুল ইসলাম আরিফ(আহবায়ক,বেনাপোল পৌরছাত্রদল),ইমরান হোসেন(সদস্য,যশোর জেলা ছাত্রদল), মো.আলিফ হোসেন(আহবায়ক,ছাত্রদল বেনাপোল ডিগ্রি কলেজ), মো.রাসেল রানা(সদস্য সচিব, বেনাপোল ডিগ্রি কলেজ)।


এছাড়াও বেনাপোল পৌর এলাকার ৯টি ওয়ার্ডের এবং শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: