পাহাড়তলী থানার হালিশহর থানাধীন জাপান বাড়িতে অভিযানে অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের ৩ সদস্য গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার।

মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ
অপহরণকারী চক্রের সদস্যরা ভিকটিম শিমুল(২৩) কে ইং ৩০/০৭/২০২৫ খ্রি: রাত অনুমান ২১.৩০ ঘটিকার সময়ে পাহাড়তলী থানাধীন নয়াবাজার মোড় হইতে জোরপূর্বক হালিশহর থানাধীন ৪ নং পলাতক আসামী মো: সেলিমের বাড়িতে অপহরণ করে নিয়ে যায়। আসামীরা ভিকটিমকে সারারাত মুক্তিপণ আদায়ের উদ্দেশ্য আটক রেখে নির্মমভাবে মারধর পূর্বক শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং হত্যার ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ব্যবহৃত স্যামসাং বাটন ফোন, যার মূল্য অনুমান ২২০০/- টাকা ও মানিব্যাগে থাকা নগদ ৭,০০০/- টাকা কেড়ে নেয়।
উক্ত বিষয়ে ভিকটিমের মায়ের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জনাব মো: জসিম উদ্দিন এর নেতৃত্ব এসআই মো: জাহেদ উল্লাহ জামান, এএসআই জহির উদ্দিন এর সমন্বয়ে একটি চৌকস টিম ইং ৩১/০৭/২০২৫খ্রি: সময় ১৩.০০ ঘটিকায় হালিশহর থানাধীন জাপান বাড়িতে অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের সদস্য ০১। এমরান হোসেন অপু (৩২), পিতা-খালেক মিয়া, মাতা-হালিমা বেগম, সাং-বাচা মিয়া রোড, তোফায়েল সওদাগরের বাড়ী, পশ্চিম নাসিরাবাদ, ডাকঘর-পাহাড়তলী, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ০২। মাহমুদুল হাসান (২৬), পিতা-মাইন উদ্দিন, মাতা-রোজি বেগম, সাং-হালিশহর, বি-ব্লক, ১৮ নং লেইন, আমেনা ভিলা, ডাকঘর-হালিশহর, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ সেলিম (৫০), পিতা-সুলতান আহাম্মদ, মাতা-সামছুন নাহার বেগম, সাং-পানিরকল, জাপান বাড়ী, ডাকঘর-হালিশহর, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হতে ভিকটিম মো: শিমুল(২৩) কে উদ্ধার করেন। এই ঘটনায় জড়িত পলাতক অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও ভিকটিমের মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। পরবর্তীতে ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং-০১, তারিখ-০১/০৮/২০২৫খ্রি. রুজু করা হয়েছে।