মনিরামপুরে মেয়েকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন অবশেষে ঘাতক বাবাকে আটক করেছে মনিরামপুর থানা পুলিশ

মোশারেফ হোসেন যশোর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুরে রুটি চুরির অভিযোগকে কেন্দ্র করে নিজের ১৩ বছরের মেয়েকে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন বাবা। আটকের পর তিনি এ ঘটনার কথা স্বীকার করেছেন ঘাতক বাবা মাওলানা আয়নুল হক নিজে। ঘাতক বাবাকে আটকের পর নিহত মাহমুদা হত্যার রহস্য উদঘাটন করেছে মণিরামপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় একটি দোকান থেকে রুটি চুরির অভিযোগ ওঠে মাহমুদা সিদ্দিকা নামে ওই কিশোরীর বিরুদ্ধে। বিষয়টি দোকানদার তার বাবা-মাকে জানালে, প্রথমে মায়ের হাতে জনসমক্ষে জুতা পেটা খায় মেয়েটি। পরে বাড়ি ফিরে বাবা আয়নুল হকও ক্ষিপ্ত হয়ে মেয়েকে মারধর করেন। এক পর্যায়ে তিনি গলা টিপে ধরলে শ্বাসরোধ হয়ে মারা যায় মাহমুদা। ঘটনা আড়াল করতে আয়নুল হক প্রথমে লাশ বাড়ির পাশের সাবেক ইউপি চেয়ারম্যানের পুকুরপাড়ের ঝোপে ফেলে রাখেন। পরে এশার নামাজ শেষে পুকুরে লাশ নিক্ষেপ করেন। এ সময় মেয়ের পায়জামা হাতে থেকে গেলে সেটি ওড়নার সঙ্গে পুকুরেই ফেলে দেন তিনি।