ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা কনফারেন্স অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার ,
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জাদুরানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দিতে এ আর ল্যাবরেটরিজ (আয়ুর্বেদিক)-এর উদ্যোগে স্বাস্থ্যসেবা কনফারেন্স ২০২৫” অনুষ্ঠিত হয়।
অদ্য ১৩ সেপ্টেম্বর শনিবারে
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দিতে এ আর ল্যাবরেটরিজ (আয়ুর্বেদিক)-এর উদ্যোগে স্বাস্থ্যসেবা কনফারেন্স ২০২৫
এই স্বাস্থ্য সচেতনতামূলক কনফারেন্সে সভাপতিত্ব করেন জনাব মোঃ আফজাল হোসেন। তিনি আয়ুর্বেদিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে তার সক্রিয় ভূমিকার জন্য সুপরিচিত।
এই স্বাস্থ্যসেবা কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব হাকিম মোহাম্মদ আব্দুল হাই, ব্যবস্থাপনা পরিচালক এ আর ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক।
বক্তব্যে তিনি বলেন
আয়ুর্বেদিক চিকিৎসা শুধু একটি চিকিৎসা ও পদ্ধতি নয়, এটি একটি জীবনধারা। গ্রামীণ জনগণের মাঝে এর প্রচার ও গ্রহণযোগ্যতা বাড়াতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।
প্রধান আলোচক হিসেবে আলোচনা উপস্থাপন করেন স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ মোহাম্মদ তহিরুল ইসলাম। তিনি বলেন প্রাকৃতিক উপায়ে চিকিৎসা আজ বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আয়ুর্বেদিক চিকিৎসা, আধুনিক প্রযুক্তি ও সচেতনতা মিলে একটি সুস্থ জাতি গঠন সম্ভব।
কনফারেন্সে আলোচিত মূল বিষয়সমূহগ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতার ঘাটতি,আয়ুর্বেদিক চিকিৎসার কার্যকারিতা ও। বাস্তব প্রয়োগ,রোগ প্রতিরোধে প্রাকৃতিক ও বিকল্প চিকিৎসার গুরুত্ব
শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা প্রসারের প্রয়োজনীয়তা
কনফারেন্স শেষে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে হ্যান্ডবুক ও হেলথ কেয়ার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকগণ ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন।