ঢাকা থেকে চুরি করা ট্রাক যশোরে বকচর এলাকার শাহজাদা মটরস্, এনে কেটে বিক্রি করার সময় ডিবি যশোর কর্তৃক উদ্ধার ও ট্রাক কাটা চক্রের মূল হোতা গ্রেপ্তার।

মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ
দক্ষিণ কেরানীগঞ্জ থানা মামলা নাম্বার-২৩, তারিখ ১১/১০/২৫ খ্রিঃ ধারা ৩৭৯ পেনাল কোড মূলে মামলা তদন্তকারী অফিসার এসআই মনির হোসেন, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলা অধিযাচনপত্রের মাধ্যমে উল্লেখিত মামলার আসামি গ্রেফতার ও চোরাই কার্গোট্রাক (ওপেন) যা রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ড-১১-৭৪৭২ উদ্ধার নিমিত্তে আইনগত সহায়তা চান।
পরবর্তীতে ডিবি অফিসার ইনচার্জ ও এসআই অলক কুমার দে পিপিএম এবং সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম পুলিশি কলাকৌশল প্রয়োগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং- ১১/১০/২০২৫ খ্রিঃ ২২ঃ০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন বকচর এলাকার শাহজাদা মটরস্, প্রোপাইটার- মাসুদ আলম এর পুরাতন মোটর পার্টস গাড়ি কাটার মাঠ হতে ট্রাকটির বডি ইঞ্জিন সহ জব্দ করে এবং মাসুদ আলম (৫৩)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাসুদ আলম জিজ্ঞাসাবাদে জানান, ট্রাকটির সামনের কেবিন অংশটি কোতোয়ালী থানার মুড়লী মোড়ে আমিনের গ্যারেজ রাখা আছে। মুড়লী মোড় আমিন এর গ্যারেজ হতে কেবিনটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে জেলা ডিবি (দক্ষিণ), ঢাকা এর অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী অফিসারের নিকট আসামী সহ ট্রাকটি সোর্পদ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
১। মোঃ মাসুদ আলম (৫৩)
পিতা-মোঃ নুরুল হুদা
মাতা-জোহরা বেগম
সাং-পূর্ব বারান্দী পাড়া, আমতলা
থানা- কোতোয়ালী
জেলা- যশোর।