আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত।

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন   |   সারাদেশ




মাইনুল ইসলাম রাজু 


আমতলী (বরগুনা) প্রতিনিধি।



‘সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ’ এই শ্লোগানকে সামনে নিয়ে বরগুনার আমতলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 


সিপিপি, নজরুল স্মৃতি সংসদ-এনএসএস, ওয়ার্ল্ড ভিশন, এফএইচ, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহযোগিতায় আমতলী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ওই দিবসটি পালনের আয়োজন করে।


সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক বর্নাঢ্য র্যা লি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যা লিতে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুম, সাংবাদিক জাকির হোসেন, রেজাউল করিম, এফএইচ এসোসিয়েশন আমতলী উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ ছালেহ উদ্দিন , এনএসএস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৃৃদুল সরকার, এনএসএস এর আরএমএনসিএএইচ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হারেছ আল মামুন, মনোজ দাস, খোকন দাস প্রমুখ। 


র্যা লি শেষে আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ আগ্নি নির্বাপকের কলা কৌশল প্রদর্শন করেন।

সারাদেশ এর আরও খবর: