ডাসারে করাতকল মালিককে দশ হাজার টাকা অর্থদণ্ড

মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
ব্যস্ততম সড়কের ওপরে গাছ ফেলে রাখার দায়ে মাদারীপুরের ডাসারে উপজেলায় মোঃ ফারুক হোসেন নামে একজন করাতকল ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন এই অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, ভূরঘাটা-শশিকর সড়কের উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম খান্দুলী নামকস্থানে সড়কের ওপর দীর্ঘদিন যাবত করাতকল ব্যবসায়ী ফারুক হোসেন অবৈধভাবে বেশ কিছু গাছ ফেলে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, সড়কের ওপরে গাছ ফেলে রাখার দায়ে একজন করাতকল ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ অভিযান অব্যহত থাকবে।