কমলগঞ্জে আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ ।

জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জে আনসার ও ভিডিপি এর আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২ টার দিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর সৌজন্যে এবং উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে ৪৩ জন ভাতা ভুক্ত আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার এর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডি এম সাদিক আল শাফিন।
এছাড়াও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির উপজেলা মহিলা প্রশিক্ষিকা সানজিদা আক্তার, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ভাতা ভুক্ত দলনেতা-দলনেতৃ বৃন্দ, আনসার প্লাটুন ও ইউনিয়ন কমান্ডার-সহকারী কমান্ডারবৃন্দ।