নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কালকিনিতে পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি
শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে মাদারীপুরের কালকিনিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবারকল্যাণ কর্মীরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কালকিনি ও ডাসার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়।
এসময়ে বক্তার বলেন, এসময় পরিবারকল্যাণ কর্মীরা দাবি করে বলেন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ মাঠ কর্মচারীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেতে বঞ্চিত। ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজী আরিফ, পরিবার কল্যাণ পরিদর্শিকা শ্রবনী রানীসহ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মীরা।
