আগৈলঝাড়ায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৩:৩১ পূর্বাহ্ন   |   অপরাধ ও আইন



মঞ্জুর লিটন বরিশাল জেলা প্রতিনিধি


আগৈলঝাড়ায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বরিশাল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।


জানাজায় গতকাল ভোর ৪ ঘটিকায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন এর মুরিহার গ্রামের মৃত সৈয়দ আলী সরদারের ছেলে জাকির হোসেন ( ৪৫) ও মোল্লা পাড়া গ্রামের সুনীল মল্লিক ওরফে সুনিল মালাকার (৩৯) কে ২০০ গ্রাম গাঁজা ও ২০ টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বরিশাল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।


মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর জনাব সিদ্দিকুর রহমান জানান তাদের টিম গোপন সংবাদের ভিত্তিতে মুড়িহার গ্রামের জাকির হোসেনের বাড়ি অভিযান চালিয়ে তাদের কাছে পাওয়া২০০ গ্রাম গাঁজা ২০ ইয়াবা উদ্ধার করেন। এবং জাকির কে গ্রেপ্তার করেন।

এরই ধারাবাহিকতায় সুনীল মালাকার কে ও তার বাড়ি মোল্লাপাড়া থেকে গ্রেফতার করেন।


অভিযানে আরো অংশগ্রহণ করেন পরিদর্শক সাইফুল আলম, উপ পরিদর্শক জাফর আহমেদ প্রমূখ।

আরো জানা যায় দুজনেই পুরনো মাদক ব্যবসায়ী। জাকির হোসেন ৭(সাত)বার ও সুনীল মালাকার ৩ (তিন)বার গ্রেপ্তার হয়েছেন । তাদের নামে একাধিক মামলা রয়েছে।


গ্রেফতারকৃত দুজনের নামে মামলা হয়েছে। তাদের আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন কর্তব্যরতআগৈলঝাড়া থানা কর্মকর্তা উপ পরিদর্শক মাহবুব হোসেন।

অপরাধ ও আইন এর আরও খবর: