রানীশংকৈলে পাট চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন   |   সারাদেশ




ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,

হাসিনুজ্জামান মিন্টু,,,, 


রাণীশংকৈলে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ" শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


এ উপলক্ষে শনিবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ মালাকার এর সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহীদুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুনুর অর রশিদ, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলাইমান আলী ও উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তানিয়া আক্তার।


এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পাট চাষিদের উদ্দেশ্যে সু-পরামর্শমূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক সহকারী প্রকল্প পরিচালক, প্রশাসন ও হিসাব বিভাগ পাট অধিদপ্তর ঢাকা মো. কামালউদ্দিন।


কর্মশালায় প্রশিক্ষকরা পাট চাষিদের উদ্দেশ্যে বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনতে পাট অধিদপ্তর বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেয়া হচ্ছে। পাট সোনালী আঁশ নামে খ্যাত এছাড়াও পাটশাক খাদ্য হিসেবে দেহের জন্য খুবই উপকারি। তাই বেশি বেশি পাট চাষে আগ্রহী হবার জন্য তারা সকলকে আহ্বান জানান। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৭৫ জন পাট চাষী অংশ গ্রহণ করেন। পরে প্রশিক্ষনার্থী পাট চাষিদের একটি করে পাটের ব্যাগ, দুপুরের খাবার ও যোগাযোগ বাবদ সম্মানী খরচ প্রদান করেন।

সারাদেশ এর আরও খবর: