ঝিকরগাছার বাঁকড়ার সোনাকুড় গ্রামের সখিনা হত্যার মুল আসামী গ্রেফতার।

 প্রকাশ: ১৮ মে ২০২২, ০১:৪৯ অপরাহ্ন   |   অপরাধ ও আইন




আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধান।।



যশোরের ঝিকরগাছা উপজেলার ৯নং হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের সখিনা হত্যার মূল আসামি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।


পুলিশের তৎপরতায় ঘটনাস্থলে পৌছাঁনোর আঁধা ঘন্টার মধ্যেই খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার ও আসামীর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান।


গত ১৫-০৫-২২ ইং তারিখ ভিকটিম সখিনা খাতুন (৩৮), বাবার বাড়ী মণিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামে। সখিনা বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বিকাল অনুমান ০৫. সময় বাড়ী হতে বের হয়। পরের দিন সকাল ১০. সময় ঝিকরগাছা ৯ নং হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশে আব্দুস সাত্তার এর মাল্টা বাগানের মধ্যে তার লাশ পাওয়া যায়। 


লাশ পাওয়ার সংবাদের প্রেক্ষিতে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, ও অন্যান্য অফিসার-ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে, জিজ্ঞাসাবাদে স্থানীয় তদন্ত ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত সন্দেহে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আঁধা ঘন্টার মধ্যেই আসামী মোঃ মিজানুর রহমান (৪২), পিতা মোঃ ওহাব আলী সর্দার, সোনাকুড় (রিফিউজিপাড়া), বাসিন্দা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।


হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের স্বামী মোঃ নিয়াম উদ্দিন (৫০), বাদীয় হয়ে এজাহার দায়ের করিলে ঝিকরগাছা থানার মামলা নং-১০, তারিখ-১৭-০৫-২২ ধারা-৩০২-২০১-৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। 


আসামী মোঃ মিজানুর রহমান’কে ১৭-০৫-২২ ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামী বিজ্ঞ আদালতে হত্যাকান্ডের নিঁখুত বিবরণ দিয়ে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

অপরাধ ও আইন এর আরও খবর: