কালকিনিতে কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহার করায় জরিমানা

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (২৭ ফেব্রুয়ারী) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কায়েসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে তিনি জানান, কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসের ম্যানেজার মো: নুরুল ইসলাম, পিং হাচেন সরদারকে ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ১৫(১)(ক) ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

একসময় তিনি আরও বলেন, ইটভাটাটি কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার কারনে কৃষি জমির ক্ষতি হচ্ছে। এছাড়া ইট পোড়ানোর কাজে নিম্নমানের কয়লা ব্যবহার করার কারণে পরিবেশে ব্যাপক ক্ষতিকর গ্যাসের নির্গমন হচ্ছে। জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিবেচনায় নিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


অপরাধ ও আইন এর আরও খবর: