পূর্ব শত্রুতার জেরে গবাদি পশুকে বিষ প্রয়োগের অভিযোগ

 প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন   |   অপরাধ ও আইন


কালকিন (মাদারীপুর) প্রতিনিধি।

পূর্ব শত্রুতার জেরে  মাদারীপুরের ডাসার উপজেলায় গবাদিপশুকে বিষ প্রয়োগের অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বালিগ্রাম গ্রামের রুবেল বেপারীর বাড়ীতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ পান্না বেগম কান্নাজরিত কন্ঠে  অভিযোগ করে বলেন, আমার স্বামী দূরে থাকায় আমি বাড়িতে একা থাকি। সেই সুযোগে জমিজমা, হাঁস-মুরগি, কৃষি ফসলসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে পাশ্ববর্তী এলাকার কিছু দুষ্কৃতকারী বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ক্ষতি করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ আমার একটি বাছুর গরু বিষ প্রয়োগ করে ঐ প্রতিপক্ষের লোকজন। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

পাশ্ববর্তী বাড়ির মোখলেসুর রহমান বলেন, খবর পেয়ে আমি এসে দেখতে পাই পশুটির শরীরে কাপুনি দিচ্ছে এবং মুখ দিয়ে ফেনা বের হয়ে অসুস্থ হয়ে পড়েছে। অসহায় পরিবারটি যেন আর দুষ্কৃতকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় প্রশাসনের কাছে দাবি জানাই।

অপরাধ ও আইন এর আরও খবর: