কালকিনিতে ভেজাল আইসক্রিম তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১১:১১ অপরাহ্ন   |   অপরাধ ও আইন



শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরির দায়ে মাদারীপুরের কালকিনিতে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২এপ্রির) উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামে মৃত তারা মিয়া সরদারের ছেলে জুয়েল সরদার (২৮) ভেজাল আইসক্রিম তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত আইসক্রিম সকলের সম্মুখে বিনষ্ট করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান। 

ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অপরাধ ও আইন এর আরও খবর: