কালকিনিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

 প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন   |   অপরাধ ও আইন


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে আড়িয়ালখাঁ নদীতে দুটি স্থানে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৪ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুটি মামলায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৩জুন) কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ জাকির হোসেন এই অর্থদণ্ড দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন বলেন, কালকিনি উপজেলার মানবিক স্মার্ট উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের দিক নিদর্শনায় আড়িয়াল খাঁ নদীতে দুটি স্থানে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৪ জনকে স্পটে আটক এবং প্রত্যেককে ০৩ (তিন) দিন করে বিনাশ্রম কারা দন্ড প্রদান করা হয়। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপগুলো বিনষ্ট করা এবং দুইটি মামলায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 

নদী থেকে অবৈধভাবে যারা বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

কালকিনি থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।