কালকিনিতে প্রবাসীকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ

 প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে হালান ওরফে সবুজ সরদার নামের এক প্রবাসীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক যখম করার অভিযোগ পাওয়ার গেছে। এসময় তার সাথে থাকা নগদ ২ লক্ষ টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ জানিয়েছে ঐ ভুক্তভোগী।

বৃহস্পতিবার (১১জুলাই) রাত ১১টায় উপজেলার এনায়েত নগর ইউনিয়নের কাচারিকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে যানা যায়, হামলায় আহত প্রবাসী সবুজ সরদার দুবাই থেকে দেশে ফিরে পূনরায় তার মামা শ্বশুর জামাল আকন তাকে নতুন করে সৌদি ভিসা প্রদান করে। বিদেশ যাবার খরচের টাকা নিয়ে তার বাড়িতে যাওয়ার পথিমধ্যে জামাল আকনের বসত বাড়ির সামনে পৌছামাত্রই আগে থেকে ওৎ পেতে থাকা একই এলাকার আব্দুল মজিদ সরদারের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী ইকবাল সরদারের নেতৃত্ব আরো অজ্ঞাত চার-পাঁচজন সবুজ সরদারের উপর ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার কাছ থেকে সাথে থাকা নগদ ২ লাখ টাকা ও তার গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আহত সবুজ সরদারে চিৎকার শুনে স্থানীয়দেন সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

পরে শুক্রবার সকাল ৭টার দিকে হামলাকারী ইকবাল সরদারকে তার নিজ বাড়ি থেকে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দেয়। পরে কালকিনি থানায় পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

স্থানীয় জামাল আকন বলেন, সকালে এলাকার মানুষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং স্থানীয় জনগণের হাত থেকে ইকবাল সরদারকে উদ্ধার করে পুলিশকে খবর দেই পুলিশ এসে ইকবাল হোসেনকে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরাজুল ইসলাম বলেন, আমি ঘটনাটি যানতে পরেছি। তবে ইকবাল সরদার ছেলেটি মাদকাসক্ত। আমি এই হামলার তীব্রনিন্দা জানাই। এবং হামলাকারিকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানাই। 

এ বিষয়ে কালকিনি থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


অপরাধ ও আইন এর আরও খবর: