কালকিনি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে বালুখেকো ব্যবসায়ীরা। খবর পেয়ে কালকিনি উপজেলা প্রশাসন নদীতে অভিযান পরিচালনা করেন।  

শনিবার (৭ সেপ্টেম্বর) মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাটের নিকটবর্তী আড়িয়াল খা নদীর সাথে সংযুক্ত লক্ষ্মীপুর কাঁচিকাটা খাল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিনের সরঞ্জামাদি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থলে কাউকে না পেয়ে উক্ত ড্রেজার মেশিনের ২টির ইঞ্জিন বিকল করা হয় এবং ইঞ্জিন পরিচালনায় ব্যবহৃত ২টি ব্যাটারী জব্দ করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরাধ ও আইন এর আরও খবর: