গাজীপুর মহানগরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুর মহানগরে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় নাফিস গার্ডেনের পাশে একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সদর থানার ওসি আলমগীর হোসেন ভূইয়া বলেন, সোমবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার নাফিস গার্ডেনের পাশে একটি ধান ক্ষেতে আনুমানিক ২৫-৩০ বছর বয়েসী ওই যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।মৃত ওই যুবকের পড়নে শার্ট, প্যান্ট রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং গলাকাটা রয়েছে। তার পরিচয় সনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সদর থানা ওসি।