নাটোরের নলডাঙ্গায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার

জাহিদ হাসান,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা একটি পুকুর থেকে আনছার আলী নামে এক ভ্যান চালক এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে উপজেলার বাঙাল খলসি সুতিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,নিহত আনছার আলী রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মুজিবর রহমানের ছেলে।৫ দিন আগে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলে সে আর বাড়িতে ফেরেনি।আজ তার মরদেহটি পুকুরে ভাসছে দেখে পুলিশে খবর দিলে পুলিশ তাদেরকে উদ্ধার করে।প্রাথমিকভাবে পুলিশের ধারণা তাকে হত্যা করে ছিনতাইকারীরা তার ভ্যানটি ছিনতাই করেছে।এদিকে নিহতের পরিবার দূর্গাপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলো বলে জানায় পুলিশ।