সোনাইমুড়ীতে ইউপি সদস্যের খামারে ভাঙচুর,বৃক্ষনিধনের অভিযোগ

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ন   |   অপরাধ



মোরশেদ আলম,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ইউপি সদস্যের মুরগির খামারে হামলা ভাঙচুর ও ফলগাছ নিধনের অভিযোগ উঠেছে কিশোর গ্যাং সদস্য মেহেদী হাসান(২২) এর বিরুদ্ধে।

সোমবার সকালে সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের উত্তর পেয়ারাপুরে এঘটনা ঘটে।

ভুক্তভোগী ইউপি সদস্য আবু জাহিদ স্বপন জানান,দীর্ঘদিন থেকে তার ভাই আবুল কালাম আজাদ (৫২) সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। জায়গা সংক্রান্ত বিরোধ মিমাংসা করতে একাধিকবার প্রস্তাব দিলেও তারা তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে তার ভাই আবুল কালাম আজাদের ছেলে মেহেদী হাসান(২২) জোর পূর্বক দেশীয় অস্ত্র নিয়ে তার মুরগির খামারে হামলা ও ভাঙচুর করে খামারে থাকা প্রায় ৩০টি মুরগী নিয়ে যায়। এবং খামারের পাশে থাকা বেশ কিছু ফল বৃক্ষ কেটে প্রকাশ্যে কেটে পেলে। এসময় পাশ্ববর্তী দোকানে গিয়ে তাকে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দেয় মেহেদী।

তিনি আরো জানান,বিভিন্ন সময় মেহেদী হাসান মাদক সেবন করে তার পরিবারের উপর অমানবিক অত্যাচার চালায়। কিশোর গ্যাং সদস্য মেহেদী হাসানের উপযুক্ত শাস্তি চেয়ে প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানান তিনি।

এ নিয়ে সোনাইমুড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ভুক্তভোগী ইউপি সদস্য।


মোরশেদ আলম

সোনাইমুড়ী,নোয়াখালী

01814423533

অপরাধ এর আরও খবর: