লালপুরের ওয়ালিয়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, তিনজনের জরিমানা ও কারাদণ্ড
(জাহিদ হাসান নাটোর প্রতিনিধি)
নাটোরের লালপুরের ওয়ালিয়া মন্ডলপাড়া এলাকায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।রবিবার ( ২৯ জানুয়ারী) সন্ধ্যা আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রহিম, এসআই মেহেদী হাসান, এএসআই মহসিন সঙ্গীয় ফোর্স সহ ওয়ালিয়া মন্ডল পাড়ায় আবুল কালামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। চিনি রং ও কেমিক্যাল দিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরির অপরাধে আবুল কালাম (৬০), আসানুর(৩৫), রায়তুল্লা শাহ(৪৫) কে আটক করে পুলিশ। এসয় ৯ বস্তা চিনি, ২৩ কনটেইনার ভেজাল গুড়, ১ কেজি এরারুট , ফিটকিরি -৫০০ গ্রাম, রং -১০০ গ্রাম জব্দ করে পুলিশ। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রহিম জানান কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে ভিজাল গুড় বানিয়ে বিক্রয় করে আসছিলেন। পরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ২০০৯/৪২ ধারা অনুযায়ী ধৃত তিনজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এ সময় জব্দকৃত ভেজাল গুড় রং ও কেমিক্যালসহ কারখানায় ব্যবহৃত জিনিসপত্র ধংস করা হয়।