নড়াইলের লোহাগড়ায় ভাংড়ি ব্যবসায়ী দুখুর দোকান থেকে চোরাই মাল জব্দ।
মনা, নিজস্ব প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় কিছু কতিপয় ভাংড়ি ব্যবসায়ীদের চোরাই মাল কেনা কাটার কারণে অতিষ্ঠ এলাকাবাসী ও হয়রানির শিকার অসাধারণ ভাংড়ি ব্যবসায়ীরা।
জানা যায় লোহাগড়া পৌরসভার মাইট কুমড়া এলাকায় ভাংড়ি ব্যবসায়ী দুখু মন্ডল, একই এলাকার মুরাদ মোল্লা ও তেল পাম্পের সামনে রিজাউল, এরা দীর্ঘদিন যাবৎ সরকারের চলমান কাজ রেল প্রজেক্ট, ব্রিজ, স্কুল নির্মাণ সহ বিভিন্ন চোরাই মালামাল কিনে আসছে, এসকল ঘটনায় এলাকার মানুষ সহ প্রশাসনের কাছে তারা কয়েক বার চোরাইকৃত মালামালসহ আটক হয়েছে।
গত কয়েক দিন আগে লক্ষীপাশা চৌরাস্তার পাশে একজন মেশিনারিজ ব্যবসায়ী নাসির এর মাল চুরি করে জয়পুর গ্রামের আনিস খান, ওই চোরাই কৃত মাল কিনেছেন দুখু মন্ডল, এবং একই চোরের নিকট থেকে একটি বাইসাইকেল কেনেন তেল পাম্প এলাকার ভাংড়ি ব্যবসায়ী রেজাউল,
এবং মুরাদের কেনা মালামাল জব্দ করেন লোহাগড়া থানা পুলিশ,এরপর আদালত থেকে জামিনে চলে আসে এসব চোর, জামিনে পরে আবার চুরির কাজে জড়িত হয় তারা,
এঘটনায় লোহাগাড়ার সাধারণ কিছু ভাংড়ি ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন এই কতিপয় কিছু ভাংড়ি ব্যবসায়ীদের কারণে আমরা বিভিন্নভাবে হয়রানিসহ ঝামেলার সম্মুখীন হচ্ছি,
এবিষয়ে লোহাগড়া ভাংড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মহিদ খাঁন সাংবাদিকদের বলেন আমরা সবাইকে নিষেধ করেছি চোরাইকৃত মালামাল কিনতে এরপরে ও কিছু অসাধু ব্যবসায়ীরা সেগুলো না মেনে তাদের অপকর্ম করে যাচ্ছে এবং আমাদের হয়রানির মধ্যে ফেলতেছে আমরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
ভাংড়ি ব্যবসায়ীর সাধারণ সম্পাদক মোঃ আনিস হোসেন বলেন এরা প্রতিনিয়ত চোরাই মালামাল কিনে বলা পরে তারা থেমে নেই, এদের বিরুদ্ধে কঠিন ভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এবিষয়ে লক্ষীপাশার দোকানদার নাসির বলেন আমার মালটা হারানোর পরে খোঁজাখুঁজির একপর্যায়ে দুখুর দোকানে পাওয়া গেছে এবং চোরকে আজ আটক করা হয়েছে।
এবিষয়ে ভাংড়ি ব্যবসায়ী দুখু মন্ডল এর সাথে কথা হলে তিনি বলেন আমি মালটা কিনেছিলাম এর পরে মালিক নাসির কে আজ মাল দিয়ে দিছি আমি জানতাম না যে চোরাই মাল ওটা,
নাম প্রকাশ্যে অনেকে জানাই দুখুর ছেলে ইমামুল চোরাইকৃত মাল কিনে দুইবার জেল খেটেছে তারা শুধু এই চোরাই মালামাল কেনে এদের বিচার হোক'
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন বলেন সকল ভাংড়ি ব্যবসায়ীদের ডাকা হয়েছে,
এবং চোরদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে, ও আটককৃত আনিস এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।