দুর্নীতির দায়ে বরখাস্ত হলেন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের ইউপি সদস্য।

 প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০২:২০ অপরাহ্ন   |   অপরাধ



আলোচিতবার্তা প্রতিনিধি মোঃ রিয়াজ ফকির 


মাদারীপুরের রাজৈর থানা বাজিতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য তারামিয়া বেপারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্প ২ এর ঘর পায়িয়ে দেওয়ার অর্থ লেনদেনের অভিযোগে সাময়িক বরখাস্ত সহ কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।


স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত নোটিশ সূত্রে জানা যায়,বাজিতপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড ইউপি সদস্য তারামিয়া বেপারী, প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্প ২ ঘর প্রদানের বিনিময়ে ২০,০০০ (বিশ হাজার) টাকা ঘুষ গ্রহনের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকারের ( ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর (৩৪)৪.(খ)(ঘ) জেলা প্রশাসক মাদারীপুর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ৫ জুন ২০২৩ তারিখের ৪৭৫ নং স্মারকের প্রজ্ঞাপনে জনস্বার্থে ইউপি সদস্য তারামিয়া বেপারীরকে সাময়িক বরখাস্ত করা হয়।


 এবং সেই সাথে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪-(৪)(খ)(ঘ) ধারায় অপরাধ, সংঘটিত করায় তারমিয়া বেপারীকে কেনো চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির (১০) দশ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক মাদারীপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করেন। 

অভিযুক্ত তারামিয়া বেপারীর সাথে এই বিষয়ে জানতে চাওয়া হলে মুঠোফোনে তিনি জানান, যে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমি দশ কার্য দিবসের মধ্যে নোটিশের জবাব দিবো ।

অপরাধ এর আরও খবর: