কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন   |   অপরাধ


নিজস্ব প্রতিবেদকঃ

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে কালকিনিতে দুই পক্ষের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়   ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও ককটেল বিস্ফরণ ঘটনা ঘটে।এতে কমপক্ষে ৫জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৪সেপ্টেম্বর) উপজেলা আলিনগর ইউনিয়নের ফাসিয়তলা বাজারে এই ঘটনা ঘটে। 

ভূক্তভোগীরা জানায়, উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজের সঙ্গে একই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে উভয় পক্ষের সমর্থকদের সাথে দফায়-দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজের সমর্থক সাজিত হাওলাদার , নজরুল হাওলাদার, কারিমন সরদার, নয়ন হাওলাদার সহ বেশ কয়েকজন আহত হয়।

কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অপরাধ এর আরও খবর: