নাটোরের বড়াইগ্রামে অনুমোদনহীন কীটনাশক দোকানে অভিযান ৬ লক্ষ টাকার সার জব্দ ৫০ হাজার টাকা জরিমান

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭ পূর্বাহ্ন   |   অপরাধ



জাহিদ হাসান

নাটোর প্রতিনিধি 


নাটোরের বড়াই গ্রামে অনুমোদনহীন কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করে ৬ লক্ষ টাকার সার জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বক্কুর মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝগাঁও উত্তরপাড়া এলাকার মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের মালিক ইউনুস আলির দোকানে অভিযান পরিচালনা করা হয়।এ সময় প্রায় ছয় লাখ টাকা মূল্য মানের অনুমোদনহীন কীটনাশক পদ্মা জিংক ১২০ কার্টুন,সিম ফুরান ৮৩ কার্টুন মাটির প্রান ২০ কার্টুন শক্তি প্লাস ৪০ কার্টুন থিয়োভিট গোল্ড ৩০ কার্টুন মোট ২৯০ কার্টুন সার ও কীটনাশক জব্দ করা হয়। অনুমোদনহীন কীটনাশক ও সার রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অত্র প্রতিষ্ঠান কে ৫০ হাজার জরিমানা করা হয়। তিনি আরো জানান এই ভিজল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপসহকারী কৃষি অফিসার উপস্থিত ছিলেন।

অপরাধ এর আরও খবর: