কালকিনিতে উত্তর আন্ডারচরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত ৩

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬ অপরাহ্ন   |   অপরাধ



শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক।

পূর্বশত্রুতার জেরে মাদারীপুরের কালকিনিতে ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন, এতে মহিলা সহ তিনজন আহত হয়েছে।

গতকাল (২০সেপ্টেম্বর) রাতে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডার চর হাজী শরিয়াতুল্লাহ বাজারে এই ঘটনা ঘটে।পরে আহতের উদ্ধার করে সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর মোঃ আলমগীর গোমস্তা জানান, পূর্বশত্রুতার জেরে গতকাল রাতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আঃ রব গোমস্তার ছেলে লুৎফর গোমস্তা, আকবার গোমস্তা, রিয়াজুর গোমস্তা সহ ৭/৮জন সন্ত্রাসী মিলে হকিস্টিক সহ দেশিয় অস্রসস্র দিয়ে আমাদের মেরে ফেলার উদ্দেশ্যে আতর্কিত হামলা চালায়। এতে  জাহাঙ্গীর গোমস্তা তার ছেলে জিসান গোমস্তা, বোন আসমা বেগম সহ কয়েকজন মারাত্মক আহত হয়। 

তিনি আরো বলেন, সন্ত্রাসীরা আহতদের হকিস্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে একটি বদ্ধ ঘরে আটকে রাখে এবং তারা অস্ত্রসস্র নিয়ে বাহিরে টল দিতে থাকে।  চিকিৎসার জন্য হাসপাতালে যেতে চাইলে তারা মেরে ফেলার হুমকি দেয়া হয়। পরে সন্ত্রাসীদের চোখ ফাঁকি দিয়ে ভোরে আহতদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি হয়। আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আইন প্রকারী সংস্থার কাছে দাবি জানাই।

সাহেবরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার শহিদুল ইসলাম সরদার জানান, বাদী-বিবাদী উভয় একই বংশের লোক। দুই পক্ষ এর আগেও কয়েকবার ঝগড়া বিবাদ করেছে।  এ নিয়ে বেশ কয়েকবার সালিশ হয়েছে। তবে এবার যে ঘটনা ঘটছে সে বিষয়ে আমরা এলাকার মাতব্বরদের নিয়ে বসে এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে মীমাংসা করার চেষ্টা করছি। অপরাধী যেই হোক তার বিচার হওয়া উচিত।

কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, এ বিষয়ে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।

অপরাধ এর আরও খবর: