যশোরে চুরি হওয়া ৩টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন   |   অপরাধ



মনা,নিজস্ব প্রতিনিধিঃ

গত ২৩ জুন রাত সাড়ে ৮টার সময় যশোরের নিউ মার্কেট থেকে অজ্ঞাত ৪ জন আরোহি তার ইজিবাইক ভাড়া করে বেজপাড়া তালতলা এলাকায় নিয়ে বেজপাড়া বনানী কবরস্থানে পৌছালে রাত ৯টার সময় অজ্ঞাত আরোহিরা তার ইজিবাইকটি কৌশলে চুরি করে নিয়ে যায়। এই ঘটনা সংক্রান্তে জনৈক সালমান মাতুব্বর, পিতা- কেরামত মাতুব্বর, সাং- বারান্দি মোলাপাড়া আমতলা, থানা- কোতয়ালী বাদী হয়ে কোতয়ালী থানায় অভিযোগ দিলে মামলা হয়।

এইরূপ ঘটনা একাধিক সংঘটিত হওয়ায় জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তদন্তে মাঠে নামে।

এসআই মফিজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একটি টিম ৮ অক্টোবর রাতে যশোর কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৪ সদস্যকে আটক করতে সক্ষম হন। পরে তাদের তথ্যের ভিত্তিতে চোরাই ইজিবাইক ক্রয়ের সাথে জড়িত রামনগর ও রুপদিয়া থেকে ২ জনকে এবং সাতক্ষীরার তালা থেকে ১ জনকে আটক করে সাতক্ষীরা তালা বাজার থেকে ১ টি এবং খুলনার রূপসা ব্রীজের নীচে পশ্চিম পাড় থেকে ০২ টি চোরাই ইজিবািক সহ ভিকটিমের মোবাইল ফোনটি পালবাড়ী একটি মোবাইল সার্ভিসিং দোকান থেকে উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে সরাসরি চুরি/ছিনতাইয়ের সাথে জড়িত ৪ জন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।


আসামীর তথ্যঃ

১. সাইফুল ইসলাম ইমন (২৫), পিতা-ইমান আলী, সাং- টিবি ক্লিনিক ফুড গোডাউন চিরুনিকল মোড় ২. আরিফুল ইসলাম নিশাদ (২০), পিতা-মৃত আলাউদ্দিন, সাং- সাখারগাতি রূপদিয়া ৩. জাহিদুল ইসলাম (২৪), পিতা- মোসলেম সরদার, সাং- চাচড়া রেল গেট চেরমারা দিগিরপাড়, ৪.বিপুল (২০), পিতা- আঃ মান্নান, সাং- বেজপাড়া তালতলা কবরস্থান রোড ৫. সবুজ সরদার (২৪), পিতা- মোতাহার সরদার, সাং- রামনগর রাজারহাট, ৬. দেলোয়ার হোসেন (৩৩), পিতা-আবুল হোসেন, সাং- হাটবিলা সর্ব থানা – কোতয়ালী, জেলা- যশোর ৭. জসিম সরদার(২৪), পিতা- আহম্মদ আলী সরদার, সাং- মুরাকালিয়া, থানা- তালা, জেলা- সাতক্ষীরা।

উদ্ধারকৃত আলামতঃ

১। ০৩টি চোরাই ইজিবাইক।

২। ১টি চোরাই মোবাইল ফোন।

অপরাধ এর আরও খবর: