রাজৈর উপজেলায় প্রবাসী ইনুস জমাদ্দার ও পলাশ জমাদ্দারের বাড়ি ডাকাতি।

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন   |   অপরাধ




বার্তা সম্পাদক

আউয়াল ফকির 

মাদারীপুরের রাজৈরের সুতাকান্দিতে ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে গতকাল দিবাগত রাত দুইটার দিকে, ডাকাতির সময় দুই গৃহবধূকে পিটিয়ে আহত করে ডাকাত দল। এসময় ঘরে থাকা  নগদ দুই লাখ টাকা ও প্রায় বিশ ভরি স্বর্ণলংকার লুট করে ডাকাতরা। 


ভুক্তভোগী ও স্থানীয় সুত্র জানায়, রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতাকান্দি গ্রামের ইতালি প্রবাসী পলাশ জমাদ্দারের বাড়িতে গতকাল দিবাগত রাত দুইটার দিকে জানালার গ্রিল কেটে চারজন ডাকাত সদস্য দোতলা ঘরে প্রবেশ করে, পরে ঘরে থাকা গৃহবধূরা টের পেলে ডাকাতরা তাদের হাত পা বেধে ফেলে ও মারধর করে, ঘরের ওয়ারড্রবে থাকা নগদ দুই লাখ  টাকা ও প্রায় বিশ ভরি স্বর্ণালংকার লুট করে চলে যায় ডাকাত দল। পরে গৃহবধূদের শোর চিতকারে পরিবারের অন্যনা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 



এঘটনায় লিবিয়া প্রবাসী ইউনুস জমাদ্দার  স্ত্রী খাদিজা বেগম(৩৫) ও ইতালি প্রবাসীর স্ত্রী রিয়া মনি( ১৯) রাজৈর হাসপাতালে ভর্তি রয়েছে এবং খাদিজা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। 



এব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আআসাদুজ্জামান হাওলাদার  জানায়,  ঘটনা পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অপরাধ এর আরও খবর: