রায়গঞ্জে রাতের আধারে কৃষকের কাঁচা ধান কাটার অভিযোগ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে রাতের আধারে ৪৮ শতাংশ জমির কাঁচা ধান জোরপুর্বক কেটে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১১ টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাঁসিল রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, হাসিল রঘুনাথপুর গ্রামের মো. সদর আলীর ছেলে মো. হায়দার আলী (৪৮), মৃত নাজিম উদ্দিনের ছেলে মো. সেলিম হোসেন (৫৫), মৃত ময়দান আলীর ছেলে মো. এনাম হোসেন (৫০) সহ আরো অজ্ঞাত ২৫ থেকে ৩০ জন ঘটনার রাতে উপজেলার দাথিয়া বেনী মাধব গ্রামের মো. খোকন প্রামানিকের ছেলে মো. আনিছার রহমানের ৪৮ শতাংশ জমির কাঁচা ধানের শীষ জোরপুর্বক কেটে নিয়ে যায়। ভুক্তভোগী আনিছার রহমান জানান, বিবাদীদের সাথে পূর্ব থেকেই আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে । এই আক্রোসে তারা দলবদ্ধ হয়ে দেশীও অস্ত্র নিয়ে রাতের আধারে আমার জমি থেকে কাঁচা ধান কেটে নেয় । এ ঘটনা জানতে পারলে আমরা ঘটনা স্থলে গিয়ে ৯৯৯ এ ফোন দেই । সেখানে থানা পুলিশ আসলে বিবাদীরা পালিয়ে যায়। যাওয়ার সময় আমি আমার পরিবার ও সাক্ষীদের মারপিট, জীবন নাশের হুমকি দেয় । এ ঘটনার সুষ্ট বিচার দাবি করেন তিনি। এ ব্যপারে অভিযুক্ত হায়দার আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের জমি আমরা ধান রোপন করেছি এবং তা আমরাই কেটেছি। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’