কালকিনিতে হাত বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর আহত-৩

 প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন   |   অপরাধ


নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে হাত বোমা বানাতে গিয়ে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে।  এতে ৩জন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২জুন) রাত ২ টায় উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নে মৃধা কান্দি  এলাকায় এই ঘটনা ঘটে। 

সরজমিন ও স্থানীয় সূত্রে যানাযায়, শিকার মঙ্গলবার ও পূর্ব এনায়েত নগর ইউনিয়নের সীমান্তবর্তী কাজিকান্দি ও মৃধা কান্দি গ্রামের কাজি ও মৃধাদের মাঝে আধিপত্য বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত কয়েক দিন ধরে উভয় পক্ষ কয়েক দফা সংঘাতে জড়িয়ে পরে। এই সংঘর্ষে ব্যপকভাবে হাত বোমা ব্যবহার করছে দুই পক্ষ। 

সংঘাতের উদ্দেশ্যে গত রাত কবির মৃধার বাড়িতে হাত বোমা তৈরি করার সময় বিস্ফোরণে নান্না মৃধার দুই ছেলে কাইউম মৃধা (৩৫) ও সোহেল (৩০) আঃ কাদের সরদারের ছেলে সহিদ সরদার (২৮) নামে তিন যুবক গুরুত্বর আহত হয়েছে বলে যানাগেছে। গ্রেফতার এড়াতে তারা গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

এ বিষয়ে যানার জন্য উভয় পক্ষের কোন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা এরকম একটি খবর পেয়েছি কিন্তু ঘটনাস্থলে গিয়ে এরকম কোন তথ্য পাইনি। এ বিষয়ে তদন্ত চলছে, ঘটনার সততা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অপরাধ এর আরও খবর: