নিষেধাজ্ঞ অমান্য করে ইলিশ মাছ ধারায় কারেন্ট জাল ও নৌকা জব্দ

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন   |   অপরাধ


সাহাদাত ওয়াশিম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

"মা ইলিশ রক্ষা পেলে দেশে অনেক ইলিশ মেলে " এই শ্লোগানে মা ইলিশ রক্ষায় মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তর। 

 বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নে অবস্থিত আড়িয়াল খাঁ নদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরে জেলরা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের নেতৃত্ব  অভিযান চালায় জেলা মৎস কর্মকর্তা মোঃ হাদিউজ্জামান ও উপজেলা মৎস কর্মকর্তা  সন্দীপন কুমার মজুমদার। উক্ত অভিযানে প্রায় ৩৫০০ মিটার ইলিশ ধরার কারেন্ট জাল ও একটা নৌকা জব্দ করা হয়।

উল্লেখ্য ইলিশ মাছ উৎপাদন বৃদ্ধিরজন্য এবছর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বাজারজাত বন্ধ থাকবে বলে ঘোষণা করে সরকার। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ এর আরও খবর: