মাদারীপুর ডিবির অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ আসামী গ্রেফতার।

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন   |   অপরাধ


আউয়াল ফকির 


মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব সাইফুজ্জামান, বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায়, জনাব শওকত জাহান,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা,মাদারীপুরের নেতৃত্বে এসআই নিতাই চন্দ্র সাহা ও আভিযানিক দল গত ইং ১৮/১১/২৪ তারিখ ১৭:২০ ঘটিকার সময় মাদারীপুর রাজৈর থানা এলাকার কেজেএস হাই স্কুল গামী ব্রিজের উপর হইতে ১ কেজি ৪০০ গ্রাম সহ আসামী (১)রুবেল চোকদার (২৭) ,পিতা-জিন্নাত চোকাদার (২) আরিফ মোল্লা (২২),পিতা-আরব আলী মোল্লা,উভয় পশ্চিম রাজৈর উত্তরপাড় (৩) ফতে আলী ফকির(২৪),পিতা-মোস্তফা ফকির,সাং-পশ্চিম রাজৈর (৪) আল আমিন হাওলাদার (২৭),পিতা-মজিবর হাওলাদার, সর্ব থানা-রাজৈর,জেলাঃমাদারীপুর'গনকে গ্রেফতার করা হয়েছে।


উক্ত বিষয়ে মাদারীপুর রাজৈর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই সমস্ত জঘন্য কাজে যারা সম্পৃক্ত তারা সাবধান হোন।

অপরাধ এর আরও খবর: