ডাসারে পারিবারিক দ্বন্দ্বের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন   |   অপরাধ


কালকিনি, ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলায় স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের উপর হামলা ও বাড়ীঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আপন ছোট ভাই ও তার লোকজনের বিরুদ্ধে। এতে নারীসহ দুজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৪নভেম্বর) উপজেলা বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে আজম ঢালীর বাড়ীতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী আজম ঢালী বক্তব্য ও থানার অভিযোগ সূত্রে জানাযায়, ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের হাজি মোঃ কফিল উদ্দিন ঢালির ছেলে ব্যবসায়ী মোঃ আজম ঢালির (৪৮) স্ত্রী ছবি আক্তারের (৩৪) সাথে পারিবারিক বিভিন্ন বিষয়ে মতদৈন্যতা সৃষ্টি হলে প্রথম স্ত্রীর ব্যবহৃত স্বর্ণালংকার নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। পারিবারিক ও আত্মীয়-স্বজনের মাধ্যমে স্ত্রী ছবি আক্তারকে ফিরিয়ে আনার নানা রকমের চেষ্টা করা হয়, কিন্তু সে স্বামীর বাড়িতে আসতে অস্বীকৃতি জানায় সে। পরে দীর্ঘদিন অপেক্ষা করে পারিবারিক সিদ্ধান্তে আবার দ্বিতীয় বিয়ে করেন মোঃ আজম ঢালি। পরে গত ১৯ নভেম্বর সন্ধ্যা আমার প্রথম স্ত্রী তার পরিবার ও স্থানীয় লোকজনদের নিয়ে একটি সালিশ হয়। উক্ত সালিশিতে সিদ্ধান্ত হয় তার প্রথম স্ত্রী স্বামীর বাড়িতে বসবাস করিবে এবং স্বামীর দেয়া স্বর্নালংকার ও কাপড় নিয়ে আসবে।

গত ২৩ নভেম্বর বিকেলে আজম ঢালীর স্ত্রী ছবি আক্তারকে স্বর্ণালঙ্কারের কথা জিজ্ঞেস করলে তিনি তা আনতে অস্বীকৃতি জানান। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হলে হঠাৎ করে আজম ঢালীর ছোট ভাই মনির ঢালির (৪৫) নেত্রীত্বে বাহলুল ঢালি (৩৪) দুলাল ঢালী (৫০), রিফাত ঢালী ৩৫, সারমিন বেগম (২২) বিউটি বেগম( ৩২) লাঠি সাবল রামদা, নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়, হামলা ঠেকাতে এসে অহিদ ঢালী ও তার স্ত্রী নাসরিন বেগম গুরুতর আহত হয়।

আজম ঢালী আরও জানান, স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি উভয় পক্ষের সাথে আলোচনা করে নিষ্পত্তি করার আশ্বাস দেয়। কিন্তু ২৪ নভেম্বর মনির ঢালীর নেতৃত্বে আবার আমার বাড়িতে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে  প্রায় ১১ ভরি স্বর্ণালংকার সহ নগদ ১৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। আমি এই বিষয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি আসামিদের উপযুক্ত শাস্তি দাবি করি।

এ বিষয়ে ডাসার থানার ওসি বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধ এর আরও খবর: