যশোর গোয়েন্দা পুলিশের অভিযানে চৌগাছায় মহিলা দিয়ে ফাঁদে ফেলে অর্থ আদায় চক্র আটক-৬.
মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ
ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
যশোর চৌগাছা থানাধীন রুস্তমপুর গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে ভিকটিমের ভাই মোঃ মোস্তাক হোসেন(২৫) চৌগাছা থানায় অভিযোগ করেন যে, তার ভাই মোঃ আব্দুর রহমানকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মহিলাকে দিয়ে ডেকে নিয়ে একটি চক্র 'হানি ট্রাপের' মাধ্যমে ফাঁদে ফেলে মুক্তিপণ চাচ্ছে। যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কে নির্দেশ প্রদান করেন।
উক্ত অভিযোগ ও তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর ইং ২১/০১/২০২৫খ্রিঃ চৌগাছা থানাধীন চাঁন্দ্রাআফরা গ্রাম অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে এবং পরবর্তীতে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী চৌগাছা থানাধীন পৌরসভাস্থ বাসা ভাড়া নিয়ে হানি ট্রাপের মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের সক্রিয় ০৬(ছয়) সদস্যকে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামীর সাথে ভিকটিমের পূর্ব পরিচয়ের একপর্যায়ে গত ইং২১/০১/২০২৫খ্রিঃ বেলা অনুমান ১১.১৫ ঘটিকায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে আগে থেকে উপস্থিত থাকা প্রায় ৭/৮জন ব্যক্তি ভিকটিম আব্দুর রহমানকে ঘরের ভিতরে নিয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এবং সেখান থেকে তুলে নিয়ে গিয়ে চাঁদআফরা গ্রামের জহুরুলের বাড়িতে আটকে রাখে এবং আসামীরা ভিকটিমের সাথে থাকা নগদ ২,৪০০/- এবং সাথে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় এবং ভিকটিমের মোবাইল হতে তার বড় ভাই বাদীর নিকট মুক্তিপণ হিসাবে নগদ এক লক্ষ টাকা দাবী করে।
এরপর ভিকটিমকে তারা এজাহারের ৩নং আসামী জহুরুলের বাড়িতে আটকে রেখে বাদীর নিকট বার বার মুক্তিপণ দাবী করে এবং তারা হুমকি দিতে থাকে যদি যথা সময়ে মুক্তিপণ না দেওয়া হয় তবে তারা ভিকটিমকে মেরে গুম করে দিবে। বাদী তখন বিষয়টি চৌগাছা থানা পুলিশকে অবহিত করে এবং চৌগাছা থানা পুলিশ বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেন এবং সম্মানিত পুলিশ সুপার যশোর মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর ইং২১/০১/২০২৫খ্রিঃ ভিকটিমকে উদ্ধারপূর্বক রাত ২১.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ১নং আসামী রুপালী খাতুনকে চৌগাছা পৌরসভাস্থ ধনী প্লাজার সামনে হতে গ্রেফতার করেন এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের তার সাথে থাকা অন্যান্য আসামীদের নাম ঠিকানা বলে দেয়।
পরবর্তীতে অদ্য ২২/০১/২০২৫খ্রিঃ রাত ০২.৩০ থেকে ০৩.২৫ ঘটিকা পর্যন্ত চৌগাছা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। গ্রেফতারকৃত সকলেই পুলিশের নিকট ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আসামীরা দীর্ঘদিন যাবত যশোর চৌগাছা থানাধীন বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে দুষ্কর্মে লিপ্ত নারীদের দিয়ে সুকৌশলে ভিকটিমকে বাসায় ডেকে নিয়ে আসে এবং পরবর্তীতে আগত ভিকটিমকে আটকে রেখে তাদের পরিবারের নিকট ফোন দিয়ে নগদ অর্থ আদায় সহ ভিকটিমের কাছে থাকা ব্যবহৃত মোবাইল, মোটরসাইকেল এবং নগদ অর্থ জোর পূর্বক কেড়ে নিত।
এসংক্রান্তে ভিকটিমের ভাই বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোছাঃ রুপালী খাতুন(৩৫), স্বামী-আলমগীর হোসেন, সাং-যাত্রাপুর, থানা-কোতয়ালী, এপি/সাং-কালিতলা, জনৈক সাইফুলের বাড়ির ভাড়াটিয়া, ০৭নং ওয়ার্ড, থানা-চৌগাছা, জেলা-যশোর,
২। মোঃ নান্নু মিয়া(৩৩), পিতা-মোঃ শাহাজান আলী, মাতা-মোছাঃ সবিরন বেগম, সাং-উত্তর কায়ারপাড়া, এপি/সাং-কলেজপাড়া, থানা-চৌগাছা, জেলা-যশোর,
৩। মোঃ জাহিদ হোসেন(২৯), পিতা-মোঃ আয়ুব হোসেন, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-মান্দারবাড়িয়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ, এপি/সাং-কালিতলা, থানা-চৌগাছা, জেলা-যশোর,
৪। মোঃ দেলোয়ার হোসেন(৩৯), পিতা-মোঃ তাজুল ইসলাম, মাতা-মোছাঃ ছেতারা বেগম, সাং-মনমতপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর,
৫। হৃদয় মহিফুল(৩৬), পিতা-মৃত আঃ মান্নান, মাতা-ফিরোজা বেগম, সাং-মনমতপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর,
৬। জাকিয়া সুলতানা(২৯), স্বামী-নান্নু মিয়া, মাতা-লাভলী বেগম, সাং-উত্তর কায়ারপাড়া, এপি/সাং-কলেজপাড়া, থানা-চৌগাছা, জেলা-যশোর।