শাহাপুর মাঠে লুডু জুয়া ও মাদকসেবনের অবাধ চলাচল। প্রশাসনের হস্তক্ষেপ কামনা

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৫০ অপরাহ্ন   |   অপরাধ




স্টাফ রিপোর্টার, রংপুর (বদরগঞ্জ):

রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শাহাপুর মাঠে সন্ধ্যার পর থেকেই জমে ওঠে লুডু খেলার নামে জুয়ার আসর এবং মাদকসেবনের আড্ডা। এসব অসামাজিক কার্যকলাপে জড়িত একদল যুবকের কারণে মাঠটির পরিবেশ দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার সচেতন নাগরিক ও অভিভাবকরা।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই শাহাপুর মাঠে নিয়মিত লুডু জুয়া খেলা ও গাঁজা, ইয়াবা ইত্যাদি মাদকের সেবন হয়ে আসছে। সন্ধ্যার পর মাঠটিতে কিশোর-যুবকদের জড়ো হয়ে জুয়া খেলা ও মাদক সেবনের দৃশ্য এখন নিত্যদিনের ব্যাপার। এর ফলে মাঠে শিশু-কিশোরদের খেলাধুলা একপ্রকার বন্ধ হয়ে গেছে।


স্থানীয় এক কলেজছাত্রী মিম বলেন, "আগে বিকেল হলে আমরা মাঠে হাঁটতে যেতাম। এখন আর যেতে পারি না। সন্ধ্যার পর মাঠে ভয় লাগে, সব সময় অচেনা যুবকদের ভিড় থাকে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।"


এলাকাবাসীর একাধিক অভিযোগের পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলেন, “শুধু চোখে আঙুল দিয়ে দেখানো বাকি, তারপরও কেউ দেখছে না। এভাবে চলতে থাকলে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার।”


স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সমাজকর্মীরা জানান, যুব সমাজকে রক্ষা করতে হলে এখনই কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শাহাপুর মাঠকে পুনরায় সুস্থ বিনোদন ও খেলাধুলার উপযোগী জায়গা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের জোরালো ভূমিকা কামনা করছেন তাঁরা।


এ বিষয়ে বদরগঞ্জ থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি, সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধিদেরও দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


সংবাদদাতা: হাবিবুর বকশি

বদরগঞ্জ, রংপুর

অপরাধ এর আরও খবর: