কালকিনিতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন   |   জেলার খবর


নিজস্ব প্রতিনিধিঃ শেখ লিয়াকত আহমেদ 

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক যুগান্তরের দুই যুগে পর্দাপন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বজন সমাবেশের উদ্যােগে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 


আজ রোববার সকালে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় এ কর্মসূচি পালন করা হয়। এতে দৈনিক যুগান্তরের কালকিনি উপজেলা প্রতিনিধি ও যুগান্তর স্বজন সমাবেশে প্রধান উপদেষ্টা এইচ এম মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের যুগ্নসাধারন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, উপজেলা বিআরডিবির চেয়ায়ম্যান মোঃ মনিরুজ্জামান হাওলাদার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক নাসিরউদ্দীন লিটন ফকির, সিনিয়র সহসভাপতি মাসুদ আহম্মেদ কাইউম।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা আ.লীগের প্রচার সম্পাদক রিপন তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শেখ লিয়াকত হোসেন, ডাসার প্রেসক্লাবের সহসভাপতি কাজী কামরুল আলম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম হোসেন, রিপোর্টার্স ইউনিটির যুগ্নসাধারন সম্পাদক মোঃ রাজু আহম্মেদ, উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদের সদস্য আবির হাসান পারভেজ, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সাইদ সরদার লিখন, কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মঞ্জুর হাসান, সাংগঠনিক সম্পাদক ডলি আক্তার ও  সদস্য জিতু।

অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সাধারন সম্পাদক লেখক সোহাগ হোসেন। প্রধান অতিথির বক্তব্যকালে মেয়র বলেন,দেশকে ভালোবেসে সবসময় উন্নয়নের চিত্র তুলে ধরেছে যুগান্তর। যুগান্তর সবসময় সাদাকে সাদা, কালোকে কালো বলতে কখনো ভয় করেনি। সাহসের সঙ্গে যুগান্তর সারাদেশের নির্যাতিতা মানুষের কথা তুল ধরছে। আমরা বিশ্বাস করি যুগান্তর সফলতার সঙ্গে টিকে থাকবে হাজার বছর। সেই সঙ্গে দেশের উন্নয়নের কথা আরো বেশে বেশি বলবে।

জেলার খবর এর আরও খবর: